প্রেমেরমরা শান্তাহারা, শান্তি নাই তার কোনস্থান। ভবে থাকে সদায় অপমান।। প্রেমরোগের রোগী যারা, জীবন থাকিতে মরা। নাই তার ক্ষুধানিদ্রা, নাই তার কুলমান।। আঁখি ঘোর থাকে তার, সদায় থাকে ইন্তেজার। কার পানে নাহি চাহে অন্তরে বন্ধের দিহান।। কারে কিছু নাহি বলে, ধারা বহে আঁখির জলে। হৃদয়ে অগুন্নি জ্বলে, হেরিলে বন্ধের-নিশান।। জীবনের নাই মায়া, ছাড়িয়াছে খাকের কায়া। […]
keyboard_arrow_right