• আমার জালর ঘাটে নিল না নিল না
    আমার জালর ঘাটে নিল না নিল না মনোবাসনা পূর্ণ হইল না।। কলসী লইয়া কাঁখে কালা কালা করি ডাকে। কলঙ্কী রাধিকার পানে শ্যাম চান্দে চাইল না।। পন্থে ছিলাম দাঁড়াই আমি কালায় সঙ্গে নিব বলি। পন্থে ছাড়ি গেল আমায় প্রাণে কেন মাইল না।। উদাসী তস্নায় বলে বসি আজি বড় চতুলে। কালা কালা ডাকি মরি কালা চান্দ আইল […] keyboard_arrow_right
  • ও গুলে গুলেস্থান আমাকে মারিলায় নয়ন বাণ
    ও গুলে গুলেস্থান আমাকে মারিলায় নয়ন বাণ। তুমি থাক ফুল বাগানে, আমি থাকি বনে বনে। শান্তি হয় কিরূপ মনে বল ওহে জানের জান। যথায় তথায় থাকি আমি, হৃদয় গাঁথা আছ তুমি। শুইলে স্বপনে দেখি জাগিয়া না পাই নিশান। ঘুরিয়া ঘুরিয়া ফিরি চন্দ্রমনি নাহি হেরি। কেবল হৃদয়ে আছে গুল বদনীর রূপ দিহান। তুমি আছ শীতল চিত্তে, […] keyboard_arrow_right
  • কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া
    কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া গো আমার মনের জ্বালা।। প্রেম বনে নিয়া আমায় বাঁশীর ললিত সুরে । ছাড়িয়া গেলায় অনিল বলে আমাকে একেলা।। বন পোড়া হরিণীর মত ঘুরিয়া ঘুরিয়া ফিরি। অন্তর জ্বলিয়া ছার অঙ্গ হল কালা।। বিদ্যা বুদ্ধি হারাইয়া পাগলের বেশে। ঘুরিয়া ফিরি গলে দিয়া কলঙ্কের মালা।। আর না পারি সহিবারে বিরহের জ্বালা। কালার […] keyboard_arrow_right
  • প্রেমেরমরা শান্তাহারা শান্তি নাই তার কোনস্থান
    প্রেমেরমরা শান্তাহারা, শান্তি নাই তার কোনস্থান। ভবে থাকে সদায় অপমান।। প্রেমরোগের রোগী যারা, জীবন থাকিতে মরা। নাই তার ক্ষুধানিদ্রা, নাই তার কুলমান।। আঁখি ঘোর থাকে তার, সদায় থাকে ইন্তেজার। কার পানে নাহি চাহে অন্তরে বন্ধের দিহান।। কারে কিছু নাহি বলে, ধারা বহে আঁখির জলে। হৃদয়ে অগুন্নি জ্বলে, হেরিলে বন্ধের-নিশান।। জীবনের নাই মায়া, ছাড়িয়াছে খাকের কায়া। […] keyboard_arrow_right
  • শ্যাম কানাইয়া আমাকে বধিলাম রে জলের ঘাটে নিয়া
    শ্যাম কানাইয়া আমাকে বধিলাম রে জলের ঘাটে নিয়া।। জল ভরিতে গেলাম আমি, কলসী ভাঙ্গিলায় তুমি। এই বুঝি পিরীতের রীতি তোমার ও শ্যাম কানাইয়া।। সকলে ভরিয়া জল, আমায় কৈলায় জলের তল। কদম্বের ডালে বসি জলে ঝলক দেখাইয়া।। প্রেম নদীয়ার ঘাটের জল, তাতে করে ঝলমল। পূর্ণিমাহের মত আমার রসের চান্দ কালিয়া।। জল ভরিতে সখিগণ চলে আনন্দিত মন। […] keyboard_arrow_right
  • শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব
    শ্যামচান্দের সংবাদ আমায় কে দিব আনিয়াগো হৃদয় চিরিয়া। কাল বিচ্ছেদের কাল হইল দরাজ। অঙ্গ আমার ছারখার জ্বলিয়া জ্বলিয়া।। বনপাখী উড়িযাগেল আনিতে খবর। কিহইল কিহইল সে ত না আসে ফিরিয়া।। শ্যামবন্ধুয়া বিনে নাথ উদাসী তস্নায়, আয়ু ছাড়া বনে কায়া রহিয়াছে পড়িয়া।। keyboard_arrow_right
  • সখি আগে আমি জানিনা
    সখি, আগে আমি জানিনা দারুণ প্রেমের এতই যাতনা।। কুলমান তেজ্য করি, যার লাগি ঘুরিয়া ফিরি। ভুলক্রমে একদিনও সে দয়া ধরি চাইল না।। ঘুরিয়া ফিরি যার আশে, সে ত আমায় ভিন্ন বাসে। সরল চিত্তে বিধু মুখে মধু কথা বলেনা।। আকাশ ও পাতাল ঘুরি, শ্যামরূপ নাহি হেরি। কেবল আদম ছুরতে মিলে কিছু নিশানা।। প্রেম জ্বালা যার অন্তরে, […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ