শ্যাম কানাইয়া আমাকে বধিলাম রে জলের ঘাটে নিয়া।।
জল ভরিতে গেলাম আমি, কলসী ভাঙ্গিলায় তুমি। এই বুঝি পিরীতের রীতি তোমার ও শ্যাম কানাইয়া।।
সকলে ভরিয়া জল, আমায় কৈলায় জলের তল। কদম্বের ডালে বসি জলে ঝলক দেখাইয়া।।
প্রেম নদীয়ার ঘাটের জল, তাতে করে ঝলমল। পূর্ণিমাহের মত আমার রসের চান্দ কালিয়া।।
জল ভরিতে সখিগণ চলে আনন্দিত মন। সেখানে দাড়াইয়াছে সোনা চান্দ কালিয়া।।
উদাসী তস্নায় বলে আসিয়া নদীয়ার কুলে। না পাইয়া শীতল জল ফিরি হতাশ হইয়া।।