কারে কি বলিমু দেখ হৃদয় চিরিয়া গো আমার মনের জ্বালা।।
প্রেম বনে নিয়া আমায় বাঁশীর ললিত সুরে । ছাড়িয়া গেলায় অনিল বলে আমাকে একেলা।।
বন পোড়া হরিণীর মত ঘুরিয়া ঘুরিয়া ফিরি। অন্তর জ্বলিয়া ছার অঙ্গ হল কালা।।
বিদ্যা বুদ্ধি হারাইয়া পাগলের বেশে। ঘুরিয়া ফিরি গলে দিয়া কলঙ্কের মালা।।
আর না পারি সহিবারে বিরহের জ্বালা। কালার জ্বালায় আমার অঙ্গ হল কালা।।
প্রেম জ্বালায় গান গাই তাহার দিহানে । না পারিবায় ছড়াইতে মাথে মারি ছিলা।।
প্রেমের অগুন্নি জ্বলে শয়াল জুড়িয়া। প্রেম দোষী নহে আমি জগতে একেলা।।
জল ছাড়া মীনের মত পড়ি বালুচরে। পিয়াছা হইয়া তস্না বিচ্ছেদে মরিলা।।