ও গুলে গুলেস্থান আমাকে মারিলায় নয়ন বাণ।
তুমি থাক ফুল বাগানে, আমি থাকি বনে বনে।
শান্তি হয় কিরূপ মনে বল ওহে জানের জান।
যথায় তথায় থাকি আমি, হৃদয় গাঁথা আছ তুমি।
শুইলে স্বপনে দেখি জাগিয়া না পাই নিশান।
ঘুরিয়া ঘুরিয়া ফিরি চন্দ্রমনি নাহি হেরি।
কেবল হৃদয়ে আছে গুল বদনীর রূপ দিহান।
তুমি আছ শীতল চিত্তে, আমার হৃদয় অগ্নি জ্বলে।
জ্বলিয়া হইল ছাই প্রেমানলে দিল ও জান।।
শুন ওহে গুল বদনী, মন রতনী চন্দ্রমনি।
আর আমায় যাতনা দিয়া না করিও পরিশান।
উদাসী তস্নায় বলে, আছিলাম সুখ নদীয়ার কুলে।
দেখিয়া কালিয়ার রূপ গেল আমার দিল ও জান।