এবার করুণা কর বৈষ্ণব গোসাঞি।
পতিত পাবন নাম তুমা বিনু নাঞি।।
যাঁহার নিকটে অশেষ পাপ দূরে যায়।
এমন দয়াল প্রভু কেবা কোথা পায়।।
গঙ্গার পরশ হৈলে পশ্চাতে পাবন।।
দরশনে পবিত্র কর এ তুয়া গুণ।।
হরি ঠামে অপরাধে তাহে হরিনাম।
তুয়া ঠামে অপরাধে নাহি পরিত্রাণ।।
তোমা সভার হৃদএ হয় গোবিন্দ বিশ্রাম।
গোবিন্দ কহেন মোর বৈষ্ণব প্রাণ।।
প্রতি জন্মে জন্মে আশা চরণের ধূলি।
নরোত্তম কর দয়া আপনার বলি।।