আমার নিতাই গুণের মণি।
ভকতি রতন ধন বিলাইয়া
জগত করিলা ধনী।।ধ্রু।।
পতিত পামরে ধরি করি কোরে
ভিজায় আঁখির জলে।
গোরাপ্রেম ভরে থির হৈতে নারে
পড়য়ে ধরণীতলে।।
অরুণ ভূধর জিনি কলেবর
এ ধূলি ধূসর তাহে।
পুলক আবলি কিবা ঝলমলি
ছটায়ে ভুবন মোহে।।
চৌদিকে চাহিয়া গরগর হিয়া
গজেন্দ্রগমনে যায়।
নিরুপম যশে ভাসে দিশা দশ
দাস নরহরি গায়।।