এ সখি কো উহ নব যুবরাজ। নীপ নিকট নট- বর তিরিভঙ্গিম মনমথ দমন ভুবনজয়ী সাজ।।ধ্রু।। মরকত তিমির জলদ দলিতাঞ্জন পুঞ্জ দরপভরভঞ্জন কাঁতি। কুঞ্চিত কচ রচ- নাতি রুচির শিখি পিঞ্ছ কুসুম তহি মধুকরভাতি।। ভাল তিলক ঝল- কত শ্রুতি কুণ্ডল গণ্ড সুগঠন মুকুর রহু দূর। অতুলিত মোতি জোতি লস নাসিক খগপতি চঞ্চু গরব করু চুর।। শরদ সুধাকর […]
keyboard_arrow_right