আমার বন্ধু কোথায় পাই গো, চল গো সখী ফুল বাগানে যাই।। ধু
কতই রঙ্গে ফুল ফুটিয়াছে ছুরত কেছাই।
হায় গো ফুলের বাসে বন্ধে নাচে মুররি বাজাই গো।
নবরঙ্গে প্রেম তরঙ্গে ফুল ফুটাইছে সাই।
হায় গো বিনা সুতে হার গাঁথিয়া গলাতে পইরাই।
সঙ্গের সখী সবে মিলি ফুল তুলিতে যাই।
হায় গো পাইলে আমার প্রাণ বন্ধুরে প্রেম খেলা খেলাই।
কইন ছাবাল আকবর আলী বন্ধুরে না পাই।
হায় গো পাইব যখন ধরব চরণ ছাড়াছাড়ি নাই।