আমি ত অবলা, কখন হৃদয়ে,
ভালমন্দ নাহি জানি।
বসিয়া বিরলে, লেখা চিত্রপটে,
বিশাখা দেখাল্য আনি।।
সখি এমন কেনে বা হইল।
এ বড় বিষম, আনল শিখায়ে,
আমারে ফেলিয়া গেল।।
বয়স কিশোর, অতি মনোহর,
অতি সুমধুর রূপ।
নয়ন যুগল, করয়ে শীতল,
দেখিয়ে সুধার কূপ।।
নিজ পরিজন, সে কোন আপন,
(তার) বচনে বিশ্বাস করি।
চাহিয়া দেখিতে, হৃদয়ে পশিল,
বুক বিদরিয়া মরি।।
চাহি ছাড়িবারে, ছাড়িতে না পারি,
কি ক্ষণে দেখিনু তায়।
জ্ঞানদাস কহে, কানুর পিরিতি
এমতি বিষম দায়।।