আমি মোহিত হইলাম গো গৌরাঙ্গ রূপ দেইখে।
ছয় ফুলেরি প্রেমের ছিটা গো ও প্রাণ সখি গো, মা গো অঙ্গে আমি মাইখে।।
অঙ্গ জ্বলে প্রেমাগুনে উদয় জ্বলে ভুখে।
ঘরে নাহি গর্ভ মায়ি গো ও প্রাণ সখি গো, আমি দুঃখ বলি কাকে।।
এমন লজ্জা দিলায় গো রাধে বাক্য নাহি মুখে।
ঘরের বাহির হইলাম আমি গো ও প্রাণ সখি গো, মা গো তুমি থাক সুখে।।
উদাসী পাগলে গো বলে সখি স্মরণ যেন থাকে।
ছয় ফুল দি বানাইয়া ছাবন গো ও প্রাণ সখি গো, মা গো উদ্ধার আমাকে।।