• আমি মোহিত হইলাম গো গৌরাঙ্গ রূপ দেইখে
    আমি মোহিত হইলাম গো গৌরাঙ্গ রূপ দেইখে। ছয় ফুলেরি প্রেমের ছিটা গো ও প্রাণ সখি গো, মা গো অঙ্গে আমি মাইখে।। অঙ্গ জ্বলে প্রেমাগুনে উদয় জ্বলে ভুখে। ঘরে নাহি গর্ভ মায়ি গো ও প্রাণ সখি গো, আমি দুঃখ বলি কাকে।। এমন লজ্জা দিলায় গো রাধে বাক্য নাহি মুখে। ঘরের বাহির হইলাম আমি গো ও প্রাণ […] keyboard_arrow_right
  • ও সই আগে আমি জানি না কালার প্রেমের এতই যাতনা
    ও সই আগে আমি জানি না কালার প্রেমের এতই যাতনা। ওরে মিছামিছি গোকুল লোকে করে গো ঘোষ ঘোষণা।। তন জ্বলে মন জ্বলে ফিরি আমি বনে বনে। যদি কালার দয়া হয় দেইন গো মোর কানের সোনা।। কালার প্রেমের পিয়াসী হইয়ে জলে গেলাম রঙ্গে ঢঙ্গে। ভাব ছাড়া প্রেমিকের মরা কে কইল যাদু টুনা।। উদাসী পাগলে বলে দাড়াইয়া […] keyboard_arrow_right
  • ও এ গো রূপসী আও না কুঞ্জে হাসি গো হাসি
    ও এ গো রূপসী আও না কুঞ্জে হাসি গো হাসি। তোমার কুঞ্জে তুমি আও গো আমি কি পরবাসী।। যদি তুমি কুঞ্জে আও, বাঁশীর সুরব শুনাই যাও গো। তুমি বিনে এ জগতে কে আছে মায়া-রসী।। চাই ভিক্ষা কালার বাঁশী, সঙ্গে নিতাই কানাই দাসী। জগৎ ভুলাইয়া রাখছ যে কামিনী মৌরসী।। ছাবাল উদাসীর বাণী, শুন মাগো কমলা রাণী। […] keyboard_arrow_right
  • ও সখি কে আনিল গো ঐ পথে
    ও সখি কে আনিল গো ঐ পথে, তুই নি আইলে প্রাণ জ্বালাইতে। ও তোর প্রেম-সায়রে ডুবত দিয়ে রইতে নারি সুরিতে।। তুমি যেতা আমি ওতা, পাইছ নি আর কোন কথা। আপনার ধন যত্ন করি সোনা বলি লও হাতে।। ধরি আমি তোদের পায়, দাগ না চড়াও আমার গায় গো। পোড়া দীনী প্রেমের পোড়া, আর পুড়িও না ভবেতে।। […] keyboard_arrow_right
  • কি করি গো এর উপায়
    কি করি গো এর উপায়, মইলাম গো সই বিচ্ছেদের জ্বালায়। কি হেরিলাম কি হইল ডুব দিয়া প্রেমের দরিয়ায়।। জ্বালারি উপরে জ্বালা দেইন গো দেখি চিকন কালা। তেকেনে প্রেমের মালা গলেতে মোর পরাইলায়।। লোক সমাজে যেতে নারি ঘিরণা করে পুরুষ নারী। রাড়ীর হাতে খাড়ুর কাঠি তুমি নি গো পরাই বায়।। রমণীর রূপ ধরিয়া জলে গেলাম কলসী […] keyboard_arrow_right
  • মনে বড় আশা করি কালীগঞ্জ
    মনে বড় আশা করি কালীগঞ্জ পাতি দোকান। আশা নি পূরাইবায় আমার ওয় গো কালাচান।। কালা কালা নব কালা, কালা তিরভুবন। কালা গো কাজ্জলির লেখা জলালী রূশন।। কালার পিরিতে ডুবি লুটাইয়াছি কুলমান। প্রেমের পোড়া আঙ্গার কালা কালা গো কালাম।। চউকের পুতুলা কালা, আর যে আছমান। উদাসীয়ার অঙ্গ কালা না পাইয়া তোমার নিশান।। keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ