ও সখি কে আনিল গো ঐ পথে, তুই নি আইলে প্রাণ জ্বালাইতে। ও তোর প্রেম-সায়রে ডুবত দিয়ে রইতে নারি সুরিতে।। তুমি যেতা আমি ওতা, পাইছ নি আর কোন কথা। আপনার ধন যত্ন করি সোনা বলি লও হাতে।। ধরি আমি তোদের পায়, দাগ না চড়াও আমার গায় গো। পোড়া দীনী প্রেমের পোড়া, আর পুড়িও না ভবেতে।। […]
keyboard_arrow_right