আমি শ্যাম রাখবো, কি কুল রাখবো ওগো সজনী।
আবার যে কুলে দাঁড়াইয়া আছি, এই কূল ছাড়লে কি প্রাণে বাঁচি,
আবার কুল ছাইড়া জঙ্গলে বসি, ও তবু শুনবো ঐ বংশীর ধ্বনি।
ফকির লালনের এমনি উক্তি, এই কুলে না পাইলাম মুক্তি,
আমি রাধায় রাধায় হলেম সারা, ও কুলে পোহায় না দিন রজনী।