আরকি গৌর আসবেফিরে। মানুষ ভজে যেযা’ করো, গোরাচাঁদ গিয়েছে সেরে।।
একবার এসে এই নদীয়ায় মানুষরূপে হয়ে উদয়
প্রেম বিলায়ে যথা তথা গেলেন প্রভু নিজপুরে।।
চার যুগের ভজন আদি বেদেতে রাখিয়ে বিধি
বেদেরো নিগূঢ় রসপন্থী সপে গেলেন শ্রীরূপেরে।।
আর কি সেই অদ্বৈত গোঁসাই আনবে গৌর এই নদীয়ায়,
লালন কয় সে দয়াময়ে কে জানিবে এ সংসারে।।