আরে মোর আরে মোর গৌরাঙ্গরায়।
সুরধুনী মাঝে যাঞা নবীন নাবিক হৈঞা
সহচর মিলিয়া খেলায় ।।ধ্রু।।
প্রিয় গদাধর সঙ্গে পূরুর রভস রঙ্গে
নৌকায় বসিয়া করে কেলি।
ডুবু ডুবু করে লা বহয়ে বিষম বা
দেখি হাসে গোরা বনমালী।।
কেহ করে উতরোল ঘন ঘন হরিবোল
দুকূলে নদীয়ার লোক দেখে।
ভূবনমোহন নাইয়া দেখিয়া বিবশ হৈয়া
যুবতী ভুলিল লাখে লাখে।।
জগজন-চিতচোর গৌরসুন্দর মোর
যে করে তাহাই পরতেক।
কহে দাস রামানন্দে এহেন আনন্দ কন্দে
বঞ্চিত রহিনু মুই এক।।