কীর্ত্তন রসময় আগম অগোচর কেবল আনন্দকন্দ। অখিল লোকগতি ভকতপ্রাণপতি জয় গৌর নিত্যানন্দচন্দ।। হেরি পতিতগণ করুণাবলোকন জগ ভরি করল অপার। ভবভয়ভঞ্জন দুরিত-নিবারণ ধন্য শ্রীচৈতন্য অবতার।। হরিসংকীর্ত্তনে মজিল জগজন সুর নর নাগ পশু পাখী। সকল বেদ-সার প্রেম সুধাধার দেয়ল কাহু না উপেখি।। ত্রিভুবন-মঙ্গল নামপ্রেমবলে দূরে গেল কলি আঁধিয়ার। শমনভবনপথ সবে এক না রোধল বঞ্চিত রামনন্দ দুরাচার।।
keyboard_arrow_right