দেখ দেখ জীব গৌরাঙ্গচাঁদের লীলা।
লাখে লাখে গোপী নিমিখে ভুলাইয়া
কি লাগি সন্ন্যাসী হৈলা।।ধ্রু।।
পীতবসন ছাড়ি ডোরকৌপীন পরি
বাঁকুয়া করিলা দণ্ড।
কালিন্দীর তীরে সুখ পরিহরি
সিন্ধুতীরে পরচণ্ড।।
রাম অবতারে ধনুক ধরিলা
গোকুলে পূরিলা বাঁশী।
এবে জীব লাগি করুণা করিয়া
দণ্ড ধরিয়া সন্ন্যাসী।।
ধরি নবদণ্ড লইয়া করঙ্গ
সিন্ধুতীরে কৈলা থানা।
রামানন্দ কয় সন্ন্যাসী নয়
পাষণ্ডদলন বানা।।