নাচত গৌরবর রসিয়া।
প্রেম-পয়োধি অবধি নাহি পাওত
দিবস রজনী ফিরত ভাসি ভাসিয়া।।ধ্রু।।
সোঙরি বৃন্দাবন শ্বাস ছাড়ে ঘন ঘন
রাই রাই বোলে হাসি হাসিয়া।
নিজমন মরম ভরম নাহি রাখত
ত্রিভঙ্গ বাজাওত বাঁশিয়া।।
মত্ত সিংহ সম ঘন ঘন গরজন
চঞ্চল পদনখ-শশিয়া।
কটিতটে অরুণ- বরণ বর অম্বর
খেনে খেনে উড়ত পড়ত খসি খসিয়া।।
পুলকাঞ্চিত সব গৌরকলেবর
কাটত অখিল পাপ পুণ্য ফাঁসিয়া।
ধরণী উপরে খেনে লুটি উঠি বৈঠত
দাস রামানন্দ ভয় নাশিয়া।।