দেখত বেকত গৌর অদভূত
উজোর সুরধুনীতীর।
জাম্বূনদ তনু বসন জিনিয়া ভানু
সুন্দর সুঘড় সুধীর।।
ব্রজলীলাগুণ সোঙরি ঘন ঘন
রহই না পারই থির।
পুলকে পুরল তনু ফুটল কদম্ব জনু
ঝর ঝর নয়নক নীর।।
অবিরত ভকত গানরসে উনমত
কম্বুকণ্ঠ ঘন দোল।
পুলকে পূরল জীব শুনি পুন নাচত
সঘনে বোলয়ে হরিবোল।।
দেব দেব অধিদেব জনবল্লভ
পতিতপাবন অবতার।
কলিযুগ কাল- ব্যাল-ভয়ে-কাতর
রামানন্দে কর পার।।