আরে মোর নাচত গৌরকিশোর।
হিরণ কিরণ জিনি ও তনু সুন্দর
দশ দিশি করল উজোর।।ধ্রু।।
শারদ-চাঁদ জিনি ঝলমল বদনহি
রোচন-তিলক সুভাল।
কুঞ্চিত চারু চিকুর তহি লোলত
কমলে কিয়ে অলিজাল।।
নাসা তিলফুল বিম্ব অধর তল
চূয়ত বিন্দু বিন্দু থাম।
তরুণ অরুণ সর- সিজ জিনি লোচন
ধারা বহে অবিরাম।।
গাঁথিয়া আপন গুণ পরকাশি সংকীর্ত্তন
গাওত সহচরবৃন্দে।
খোল করতাল যতন করি সিরজিল
পাষণ্ড দলন অনুবন্ধে।।
অবনীতে অদভুত প্রভু শচীনন্দন
পতিত-পাবন অবতার।
দীনহীন মূঢ়মতি রামানন্দ দাস অতি
পহুঁ মোরে কর ভবপার।।