আরে মোর আরে মোর গৌরাঙ্গ গোসাঞি।
দীনে দয়া তোমা বিনে করে হেন নাই।।
এই ত ব্রহ্মাণ্ড মাঝে যত রেণুপ্রায়।
সে গণিতে পাপ মোর গণন না যায়।।
মনুষ্যদুর্ল্লভ জন্ম না হইবে আর।
তোমা না ভজিয়া কৈলুঁ ভাঁড়ের আচার।।
হেন প্রভু না ভজিলুঁ কি গতি আমার।
আপনার মুখে দিলাম জ্বলন্ত অঙ্গার।।
কেন বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া।
বল্লভদাসিয়া কেন না গেল মরিয়া।।