• আর কিয়ে কনক কষিল তনু সুন্দরি
    আর কিয়ে কনক কষিল তনু সুন্দরি দরশ পরশ মঝু হোয়। উর পর পাণি হানি খিতি শূতল আকুলকণ্ঠে ঘন রোয়।। সজনি না বুঝিয়ে প্রেমতরঙ্গ। রাইক কোরে চমকি হরি বোলত কব হব তাকর সঙ্গ।।ধ্রু।। আর কিয়ে শ্রবণে শুনব হাম তাকর সো প্রিয় মধুরিম ভাষ। নয়নহি বয়নচান্দ কিয়ে হেরব কৌমুদি হাসবিকাস।। রাইক কোরে কানু ঐছে বিলপই ব্রজবনিতাগণ হাস। […] keyboard_arrow_right
  • আরে মোর আরে মোর গৌরাঙ্গ গোসাঞি
    আরে মোর আরে মোর গৌরাঙ্গ গোসাঞি। দীনে দয়া তোমা বিনে করে হেন নাই।। এই ত ব্রহ্মাণ্ড মাঝে যত রেণুপ্রায়। সে গণিতে পাপ মোর গণন না যায়।। মনুষ্যদুর্ল্লভ জন্ম না হইবে আর। তোমা না ভজিয়া কৈলুঁ ভাঁড়ের আচার।। হেন প্রভু না ভজিলুঁ কি গতি আমার। আপনার মুখে দিলাম জ্বলন্ত অঙ্গার।। কেন বা আছয়ে প্রাণ কি সুখ […] keyboard_arrow_right
  • ও মুখ শরদসুধাকর সুন্দর
    ও মুখ শরদ- সুধাকর সুন্দর ইহ নলিনিদল গঞ্জে। ও তনু নবঘন সুন্দর রঞ্জিত ইহ থির দামিনি পুঞ্জে।। দেখ রাধামাধব জোরি। দুহুঁক পরশরসে দুহুঁ পুলকায়িত দুহুঁ দোহাঁ রহল আগোরি।।ধ্রু।। ও নব নাগর সব গুণে আগর ইহ সে কলাবতিসীম। ও অতি চতুর- শিরোমণি বিদগধ এ সব গুণহি গরীম।। মধুর বৃন্দাবনে শ্যামগোরিতনু দুহুঁ নব কিশোরি কিশোর। নরোত্তমদাস আশ […] keyboard_arrow_right
  • কতহুঁ যতনে দুহুঁ দুহুঁ তনু তেজ
    কতহুঁ যতনে দুহুঁ দুহুঁ তনু তেজ। বৈঠল সরস কুসুমময় শেজ।। বিপরিত চরিত হেরি সখি হাস। তনু তনু তেজি অতনু পরকাশ।। সহচরিগণ কহ দুহুজন রীত। শুনইতে দুহুঁজন চমকিত চীত।। লাজহিঁ সুন্দরি না কহয়ে বাণি। তেজল ভূষণ বিপরিত জানি।। উপজল কতহুঁ হাস পরিহাস। কত কত কৌতুক মদনবিলাস।। রাধামাধব প্রেমতরঙ্গ। হেরই বল্লভ সহচরি সঙ্গ।। keyboard_arrow_right
  • কানুক ইহ উতকণ্ঠিত জানি
    কানুক ইহ উতকণ্ঠিত জানি। বিছুরল সুন্দরি আপনার বাণী।। কি কহিতে কি কহয়ে নাহিক থেহ। বিছুরল আভরণ আপনক দেহ।। কানুক নেহ হৃদয় মাহা জাগ। সো রূপ নিরূপম নয়নহি লাগ।। কহইতে চল চল রহ রহ বোল। লেহ লেহ কহইতে দেহ দেহ রোল।। সাজহ কহইতে ভাজহ ভাষ। আনহ বাণি জান পরকাশ।। ঐছন ভ্রমময় শুনইতে হাস। কি কহব সহচরি […] keyboard_arrow_right
  • কিসের লাগিয়া রাই হইলা মানিনী
    কিসের লাগিয়া রাই হইলা মানিনী। ভাগ্যে মিলয়ে হেন মধুর যামিনী।। ভাগ্যে মিলয়ে হেন রসময় কান্ত। তোহে বিমুখ বিহি বুঝল নিতান্ত।। অকারণ মানে খোয়লি নিজ দেহ। ঐছে কুমতি দরশায়ল কেহ।। ঐছন সহচরি শুনইতে বাত। সুবদনি হাসি ধুনায়ত মাথ।। কো মানিনি কাহে সাধসি এহ। কিয়ে পরলাপসি না বুঝয়ে কেহ।। নাগর কহ সখি কহসি বাণী। কাহে তুহুঁ ইহ […] keyboard_arrow_right
  • গোরা পহুঁ না ভজিয়া মলুঁ
    গোরা পহুঁ না ভজিয়া মলুঁ। আপনার করমদোষে আপনি ডুবিলুঁ।। অধনে যতন করি ধন তেয়াগিলুঁ। প্রেমরতন মণি হেলায় হারাইলুঁ।। বিষয় বিষম বিষ সতত খাইলুঁ। গৌরকীর্ত্তনরসে মগন না হৈলুঁ।। সৎসঙ্গ ছাড়িয়া কৈলুঁ অসতে বিলাস। তে কারণে করমবন্ধন লাগে ফাঁস।। এমন গৌরাঙ্গের গুণে না কান্দিল মন। মনুষ্যদুর্ল্লভ জন্ম হৈল অকারণ।। কেনে বা আছয়ে প্রাণ কি সুখ লাগিয়া। বল্লভদাসিয়া […] keyboard_arrow_right
  • গোরাগুণে আছিলা ঠাকুর শ্রীনিবাস
    গোরাগুণে আছিলা ঠাকুর শ্রীনিবাস। নরোত্তম রামচন্দ্র গোবিন্দদাস।। একুই কালে কোথা গেল দেখিতে না পাই। থাকুক দেখিবার কাজ শুনিতে না পাই।। যে করিল জগজনে করুণা প্রচুর। হেন প্রভু কোথা গেলা আচার্য্য ঠাকুর।। রাধাকৃষ্ণ লীলাগুণ যে কৈল অপার। কোথা গেলা শ্রীআচার্য্য ঠাকুর আমার।। হৃদয় মাঝারে মোর রহি গেল শেল। জীতে আর প্রভু সঙ্গে দরশ না ভেল।। এ […] keyboard_arrow_right
  • প্রথমে বন্দিয়া গাই গৌরাঙ্গ গোসাঞি
    প্রথমে বন্দিয়া গাই গৌরাঙ্গ গোসাঞি। অদ্বৈত নিত্যানন্দ বিনু আর কেহ নাঞি।। করুণ নয়নকোণে একবার দেখ। আপন জনের জন করি মোরে লেখ।। দায় ধরি দয়া করি তারে হেন নাঞি। পরিহরে পতিত দেখিয়া সব ঠাঞি।। যেবা জন পণ করি লইল শরণ। স্বপনে নয়নে মনে নাহি দরশন।। দয়াময় কথা কয় হেন কেহ আছে। মুঞি পাপী নিবেদিয়ে কহে পহুঁর […] keyboard_arrow_right
  • বিপরিত বেশে মিলল ধনি মাধব
    বিপরিত বেশে মিলল ধনি মাধব মাধব বিপরিত বেশ। ভূলল সরস সম্ভাষ হাসময় জনু নহ আরতি লেশ।। সজনী অপরূপ প্রেম বিচারি। দোঁহ দোঁহা হেরি স্তম্ভ ভেল কলেবর চীতপুতলি সম থারি।।ধ্রু।। বহুখণে সহচরি বচনহি দুহুঁজন ধাই কয়ল দুহুঁ কোর। তৈছন তনু তনু লাগি রহল দুহুঁ দুহুঁ দোহাঁ ভাবে বিভোর।। বিছুরল কেলিবিলাস রসলালস রহলহি কোরে আগোরি। ঐছন সহচরি […] keyboard_arrow_right
অভিসার আক্ষেপানুরাগ কুঞ্জভঙ্গ খণ্ডিতা গীতগোবিন্দ গোষ্ঠলীলা দানলীলা দূতী ধেনুবৎস শিশুহরণ নৌকাখন্ড পূর্বরাগ বংশীখণ্ড বিপরীত বিলাস বিরহ বৃন্দাবনখন্ড ব্রজবুলি বড়াই বড়াই-বচন--শ্রীরাধার প্রতি মাথুর মাধবের প্রতি দূতী মান মানভঞ্জন মিলন রাধাকৃষ্ণসম্পর্ক হীন পরকীয়া প্রেমের পদ রাধা বিরহ রাধিকার মান লখিমাদেবি শিবসিংহ শ্রীকৃষ্ণকীর্তন শ্রীকৃষ্ণের উক্তি শ্রীকৃষ্ণের পূর্বরাগ শ্রীকৃষ্ণের মান শ্রীকৃষ্ণের স্বয়ংদৌত্য শ্রীগুরু-কৃপার দান শ্রীরাধা ও বড়াইয়ের উক্তি-প্রত্যুক্তি শ্রীরাধার উক্তি শ্রীরাধার প্রতি শ্রীরাধার প্রতি দূতী শ্রীরাধার রূপবর্ণনা শ্রীরাধিকার পূর্বরাগ শ্রীরাধিকার প্রেমোচ্ছ্বাস সখীতত্ত্ব সখীর উক্তি সামোদ-দামোদরঃ হর-গৌরী বিষয়ক পদ