প্রথমে বন্দিয়া গাই গৌরাঙ্গ গোসাঞি।
অদ্বৈত নিত্যানন্দ বিনু আর কেহ নাঞি।।
করুণ নয়নকোণে একবার দেখ।
আপন জনের জন করি মোরে লেখ।।
দায় ধরি দয়া করি তারে হেন নাঞি।
পরিহরে পতিত দেখিয়া সব ঠাঞি।।
যেবা জন পণ করি লইল শরণ।
স্বপনে নয়নে মনে নাহি দরশন।।
দয়াময় কথা কয় হেন কেহ আছে।
মুঞি পাপী নিবেদিয়ে কহে পহুঁর কাছে।।
দাঁতে ঘাস করোঁ আশ দয়া মোরে হয়ে।
বল্লভদাসিয়া কহে বৈষ্ণবের পায়ে।।