আর কিয়ে কনক কষিল তনু সুন্দরি
দরশ পরশ মঝু হোয়।
উর পর পাণি হানি খিতি শূতল
আকুলকণ্ঠে ঘন রোয়।।
সজনি না বুঝিয়ে প্রেমতরঙ্গ।
রাইক কোরে চমকি হরি বোলত
কব হব তাকর সঙ্গ।।ধ্রু।।
আর কিয়ে শ্রবণে শুনব হাম তাকর
সো প্রিয় মধুরিম ভাষ।
নয়নহি বয়নচান্দ কিয়ে হেরব
কৌমুদি হাসবিকাস।।
রাইক কোরে কানু ঐছে বিলপই
ব্রজবনিতাগণ হাস।
প্রেমক রীত বুঝই সংশয় ভেল
কহতহি বল্লভদাস।।