আরে মোর আরে মোর গৌরাঙ্গ রায়।
পূরব প্রেমভরে মৃদু চলি যায়।।
অরুণ নয়ন মুখ বিরস হইয়া।
কোপে কহয়ে পহুঁ গদ গদ হিয়া।।
জানলুঁ তোহারে তোর কপট পিরীতি।
যা সঙ্গে বঞ্চিলা নিশি তাহা কর গতি।।
এত কহি গৌরাঙ্গের গর গর মন।
ভাবের তরঙ্গে যেন নিশি জাগরণ।।
কহে নরহরি রাধাভাবে হৈল হেন।
পাই অশোয়াস বঞ্চিত হৈল যেন।।