কে আছে এমন মনের বেদন কাহারে কহিব সই। না কহিলে বুক বিদরিয়া মরি তেই সে তোমারে কই।। বেলি অবসানে ননদিনী সনে গেনু জল ভরিবার। দেখিতে গৌরাঙ্গে কলসি ভাঙ্গিল সরম হইল সার।। সঙ্গে ননদিনী কাল ভূজঙ্গিনী কুটিল কুমতি ভেল। নয়নের বারি সম্বরিতে নারি বয়ান শুকায়ে গেল।। গৌর কলেবর শারদচাঁদের আলো করে ঝলমলো। সুরধনী তীরে দাঁড়াইয়া আছে […]
keyboard_arrow_right