আরে মোর গৌর কিশোর।
পূরব প্রেম রসে ভোর।।
মরম না বুঝে কেহ মোর।
কহে পহুঁ হইয়া বিভোর।।
স্বরূপ দামোদর রাম রায়।
করে ধরি করে হায় হায়।।
কেন বা এ প্রেম রাঢ়াইনু।
জীয়ন্তে পরাণ খোয়াইনু।।
কহে মৃদু গদ গদ ভাষ।
ঘন বহে দীঘল নিশাস।।
নিঝরে ঝরয়ে দুনয়ান।
নরহরি মলিন বয়ান।।