আরে মোর বিনোদ রায়।
ভাল হৈল ঘুচাইলে পীরিতের দায়।।
ভাবিতে গণিতে মোর তনু হৈল ক্ষীণ।
জগৎ ভরি কলঙ্ক রহিল চিরদিন।।
তোমা সনে পীরিতি করি কিবা কাজ কৈনু।
মনু লাজে মিছা কাজে দগদগি হৈনু।।
না জানি অন্তরে মোর কি হৈল ব্যথা।
একে মরি মনোদুখে আরে নানা কথা।।
শয়নে স্বপনে বঁধু সদা করি ভয়।
কাহার অধীন যেন তোর প্রেম নয়।।
ঘায়ে না মরিয়ে বঁধু মরি মিছা দায়।
চণ্ডীদাস কহে কার কথায় কিবা যায়।।