আর আমায় রাধার কথা বল না।
ঠেকে শিখলাম গো কালো রূপ আর হেরব না।।
যেমন ও কালা ওর মন কালা। তোর প্রেমের এই শিক্ষে,
বেড়ায় ব্যঞ্জন চেখে’ লজ্জা গণে না।
এক মন কয় জায়গায় বিকায়, তা-ত বুঝলাম না।।
যদি থাকতো শ্যাম গোকুলে তবে কি কুব্জারে স্পর্শ করত না
লজ্জায় মরে যাই অমন প্রেম আর করব না।।
যেমন চন্দ্রাবলী, তেমন রাখালগুলি থাকে দু’জনা
শুনে রাধার বোল লালনের বোল সরে না।।