আর একদিন সখি শুতিয়া আছিলু।
বন্ধুর ভরমে ননদিনী কোলে নিলু।।
বন্ধু নাম শুনি সেই উঠিল রুষিয়া ।
কহে তোর বন্ধু কোথা গেল পলাইয়া।।
সতী কুলবতী কুলে জ্বালি দিলি আগি।
আছিল আমার ভালে তোর বধ-ভাগি।।
শুনিয়া বচন তার অথির পরাণি।
কাঁপয়ে শরীর দেখি আঁখির তাজনি।।
কেমতে এড়াব সখি, সে পাপিনীর হাথে।
বনের হরিণী থাকে কিরাতের সাথে।।
দ্বিজ চণ্ডীদাসে বলে পিরিতি এমতি।
যার যত জ্বালা তার ততই পিরিতি।।