আর কত সইমু রে বন্ধু বন্ধু, তোর পিরিতের জ্বালা। ধু
তোর পিরিতের জ্বালা রে বন্ধু তোর পিরিতের জ্বালা।
অধীনের বন্ধু তুমি তুমি, চিকন কালা।
তোমার নামে ফুল গাথিয়ে গলে দিলাম মালা রে বন্ধু।
শয়নকালে চায়না রে মন শইতাম একেলা।
যৌবন জোয়ারের পানি ধরিয়াছে উথলা রে বন্ধু
তোমার পিরিতের কারণ লোকে করে হেলা।
এস্কি ছাড়া এ জগতে সতী কে রহিলা রে বন্ধু।
কহিন ছাবাল আকবর আলী, মন কইলায় পাগেলা।
তোমার পিরিতের কারণ ভাবিয়া জনম গেলারে বন্ধু।