আহা মরি গোরারূপের কি দিব তুলনা।
উপমা নহিল যে কষিল বাণ সোনা।।
মেঘের বিজুরী নহে রূপের উপাম।
তুলনা নহিল রূপে চম্পকের দাম।।
তুলনা নহিল স্বর্ণকেতকীর দল।
তুলনা নহিল গোরোচনা নিরমল।।
কুঙ্কুম জিনিয়া অঙ্গগন্ধ মনোহরা।
বাসু করে কি দিয়া গড়িল বিধি গোরা।।