আহির রমণী যত
চালাঞা বাহির পথ
আপন যাইছ আন ছলে ।
বাহু নাড়া দিয়া যাও
দানী পানে নাহি চাও
এত না গরব কার বলে।।
হেদে লো কিশোরি গোরি
শুনহ বচন মোরি
তোর দান না করিব আন।
এতেক শুনিয়া তবে
হাসিয়া বোলয়ে সভে
কিবা দান কহ দেখি কান।।
পুন হাসি কহে দানী
শুন অহে বিনোদিনি
অল্প নিব তোহারি পিরীতে।
আমার দানের রীতি
শুন শুন রসবতি
তাহা তুমি না পারিবে দিতে।।
গলে গজমোতিহার
এক লক্ষ দান তার
দুই লক্ষ সিঁথায় সিন্দূর।
তিন লক্ষ কেশপাশ
দান মাগে পীতবাস
চারি লক্ষ পায়ের নূপুর।।
কুসুম কবরী ঝুরি
পাঁচ লক্ষ দান তারি
নহে কহ যে হয় উচিত।
মোরা করোঁ রাজসেবা
কাঁচুলীতে লুকা কিবা
দেখাইয়া করাও পরতীত।।
কে জানে কিসের দান,
কি বোলে বলিলে কান
মোরা সবে তোরে ভালে জানি।
যদি পুন হেন বোল
মাথায় ঢালিব ঘোল
হাসিল অনন্ত পহুঁ শুনি।।