এইবার হইলে দেখা রাঙ্গা চরণ দুখানি।
হিয়ার মাঝারে থুঞা যুড়াব পরাণি।।
তোমা না দেখিঞা শ্যাম মনে বড় তাপ।
আনলে পশিএ কিম্বা জলে দিয়া ঝাঁপ।।
মুখের মুছাইব ঘাম খাওাইব পান গুয়া।
শ্রমেতে বাতাস দিব চন্দন আর চূয়া।।
বৃন্দাবনের ফুলের গাঁথিয়া দিব হার।
বিনাইঞা বান্ধিব চূড়া কুন্তলের ভার।।
কপালে তিলক দিব চন্দনের চাঁদ।
নরোত্তম দাস কহে পিরিতের ফাঁদ।।