“এই দেখ ধনি চান্দ মুখ তুলি
কানুর সন্দেশ লহ।
তোমার লাগিয়া রজনী জাগিয়া
নিদান হইল সেহ।।
এই লহ রাধা শ্যামের কুসুম
অতুল তাম্বুল-হার।
গলায় পরিলে মান দূরে যাবে
মুখ তোল একবার।।
যে হরি তিলেক দেখিতে না পায়া
হৃদয় ফাটিয়া মর।
সে জন কুঞ্জেতে একাকী বসিয়া
এখন এমত কর।।
তুমি সুনাগরী প্রেমের আগরী
সে রস ছাড়িয়ে কেনে।
এত অভিমান কিসের কারণ
তিলেক না কর মনে।।
মুখ তুলি চাহ নিদারুণ নহ
শুন বিনোদিনী রাধা ।
সে হেন নাগরে পরিহর কেনে
সে রসে করহ বাধা।।
অতি নিদারুণ দেখি নিকরুণ
না দেখি না শুনি কভু।
সে হেন নাগর গুণের সাগর
তোমার বিরহে প্রভু।।
পুরুষ-ভূষণ কমল-নয়ন
তুরিতে ভেটহ কানে।”
রাধারে বিনয় বচন কহিল
দ্বিজ চণ্ডীদাস ভণে।।