“এই বলি তবে গোলক-ইস্বর
ধরনি বিদাঅ দিআ।
গোলোক তেজিআ জনম লভিআ
দৈবকী ঔদর * *।।
* * ভগবান তোমার নন্দন
জানহ কারণ কথা ।
তথির কারণে রাখিহ গোপনে
শুন, জসমতি মাতা।।
* * খুজিব দুষ্ট কংসাসুর
পাঠাব অসুরগণে।
অষ্টম গর্ভেতে জনম লভিল
ইহা দুষ্ট কংস *।।”
তত্ত্ব কথা জত শুনি নন্দরাণী
চিতে ভেল বড় ভয়ে।
আদর করিআ পুছে বেরি বেরি–
“কেমতে রাখিব তায়ে।।”
কহে জোগি তবে– “শুনহ, জসদা,
ইহার আপদ নাঞি।
ইহারে কে করে আনহ সঙ্কট
কহিল তোমার ঠাঞি।।
ত্রিজগত ধাতা জনমিল এথা
কি করিতে পারে কংস।
এই সে পুরুষে হইআ হরস
অসুর করিব ধ্বংস।।”
তবে সে কহিল –“সাবধান [হয়ে ]
পালন করহ বালা।”
চণ্ডিদাস কহে– “জার পরাক্রমে
কিছুই জানেন ভোলা।।”