এই বৃন্দাবন পথে,নিতি নিতি করি গতাগতে।
যদি হাতে করি লৈয়ে সোনা,তুমি কে না বোলে এক জনা।
তুমি দেখি পুছই বড়াই,কিসের দান চাহেন কানাই।
সঙ্গে সব ঘৃতের পসার,তাহে কেন এতেক জঞ্জাল।
তুমি ত বরজ যুবরাজ,তুমি কেনে করিবে অকাজ।
দূর কর হাস পরিহাস,কহতহি গোবিন্দদাস।।