এই মানুষ কি কথায় ধরা যায়
মনে প্রাণে ঐক্য করিয়া নির্জনে সাধন করিতে হয়।
বাহ্যকাম ত্যাজ্য করে ঐ থাকতে হবে নিরিখ ধরে
মাছ-রাঙ্গা পাখী যেমন রয়,
ও সে দমের ঘরে বেঠিক হলে ঐ মানুষ পলকে হারায়।
তাই লালন শা দরবেশে বলে আছে মানুষ এই রূপের ঘরে
ঐরূপ নিহারে বাঁধ না তারে
গোপীগণে সাধন করলে সেই মানুষ ধরা যায়।