একথা কহিল আগম পুরাণে
লিখিল ব্যাসের সূত্র।
অষ্টাদশ গ্রন্থ কন খানে আছে
ফুটকে কহি * *।।
* * বৈবর্ত্তে লিখল পুরাণে
নবম অধ্যাঅে পাবে।
মহাদেব যুগি আইলা গোকুলে
কৃষ্ণ-দরশন লোভে।।
* * * * এ লিঙ্গ-পুরাণে
লেখিয়াছেন ব্যাসবরে।
লিঙ্গের পুরাণে পঞ্চম অধ্যায়
পাইবে মনের সরে।।
এ স * * কৃষ্ণ-দরশন
আইলা জে শূলপাণি।
আগমে পাইবে এ সব বচন
জে কথা কহিল আমি।।
দশমে * * * * ন ব্যাস
নহে ভাগবতে লেখা।
অন্য উপদেশ পুরাণ কহিল
শিবে কৃষ্ণ হল দেখা।।
* * * * ভক্তগণ মেলি
ভাগবতে কেনে নাহি।
অন্য উপদেশ কহিএ এসব
আগে জে কহিল তাহি।।
দশ * * * নহে দরশন
অন্য উপদেশ বাণী।
চণ্ডিদাস কহে মধুর বচন
ফুটকে কহিল আমি।।