একদেহ হয়া জীবেরে ভুলাও
এ কেমন তোমার কাজ।
দ্বাপর যুগেতে গোপীর সহিতে
সাধিলে হে নিজ কাজ।।
গোপকুলে নাশি নদেপুরে আসি
জনমিলা মিশ্র ঘরে।
গউর বরণ শুন নবঘন
ভেট দিল প্যারী তোরে।।
তেঁই নদেপুরে গউর গউর বলে
গউর নদীয়া চান্দ।
যবে নাহি দেখি ঝুরে দুটী আঁখি
কেন্দে কেন্দে যায় প্রাণ।।
মাণিকচান্দের মনে আন নাই জানে
গৌর সুন্দর সার।
গুরু উপদেশে তোমারে ভজিলে
ভব যে হইব পার।।