কি করিব বল সখি কহ না আমারে। হেরিয়া শ্যামের রূপ প্রাণ কেমন করে।। আমি কেনে বা হেরিলাম রূপ জলেতে যাইয়া। আঁখি মোর কাল হইল দেখিলাম চাহিয়া।। ডুবায়া কলসী আমি উঠিলাম কুলেতে। মনচোরার বেশে কানু দাঁড়ায়া পথেতে।। তেঁইত ভুলিলাম আমি ভুলিল নয়ান। মন ভুলিল নয়ান ভুলিল আর কি বাঁচে প্রাণ।। মাণিকচান্দ ঠাকুর বলে চাইলে শ্যামের পানে। […]
keyboard_arrow_right