সখিহে বড়ই বিষম লেহ।
আঁখি ঠার দিয়া নন্দের কানাই
হরে নিল মোর দেহ।।
ত্রিভঙ্গ হইয়া বাঁশিটী লইয়া
সদা ডাকে রাধা রাধা।
মোরা কুলনারী নয়ানে না হেরি
দারুণ কুলেরই বাধা।।
ঘরে গুরুভয় লোকে নানা কয়
জ্বালাতে জ্বলিয়া মরি।
লোক লাজ ডরে না রহিব ঘরে
যার গৃহ পরিহরি।।
রসিক মুরারি রসসিন্ধু প্যারী
রসে বাড়ে আশোয়াস।
কহে মাণিক চান্দ শুনহে গোবিন্দ
মঙ্গলডিহি মোর বাস।।