নিকুঞ্জ বাহির হইয়া চলে বিনোদিনী।
এ ঘোর রজনী কোথা যাবে কমলিনী।।
চলে যেতে নারে প্যারী শ্যাম কুণ্ডের তীরে।
সখিগণ অঙ্গে পড়ে ঢলি প্রেমের ভরে।।
চৌদিকে সখিগণ নিল সবে ধরি।
শ্যাম কুণ্ড তীরে গেল যথা বংশীধারী।।
মাণিকচান্দ ঠাকুর বলে মিনতি অশেষ।
সুকুমারী কৈলা আজ কুঞ্জে পরবেশ।।