এক সে নাগরী কুলেরি কুমারী
দেখিলাম যমুনার ঘাটে।।
বুকের বসনে নয়ান মুছিছে
তা দেখি পরান ফাটে।।
কিসের লাগিয়া বয়ান মুছিছে
বল দেখি সে কে।
তাহার লাগিয়া কান্দে মোর হিয়া
প্রাণ যে হরেছে সে।।
সে হেন সুন্দরী রসের নাগরী
এসেছে যমুনার জলে।
জলের ছলা করি এসেছে কিশোরী
দেখসিয়া সভে মিলে।।
যদি হয় প্যারী সে হেন সুন্দরী
কিসের লাগিয়া কান্দে।
কহে মাণিকচান্দ শুনহে গোবিন্দ
ঠেকেছে কালিয়া ফান্দে।।