একবার জগন্নাথে দেখ রে যেয়ে জাত কেমন রাখ বাঁচিয়ে।
চণ্ডালে আনিলে অন্ন ব্রাহ্মণে তাই খায় লয়ে।।
জোলা ছিল কবীর দাস, তার তোড়ানি বার মাস উঠবে উথলিয়ে।
সেই তোড়ানি খায় যে ধনী, সেই আসে দরশন পেয়ে।।
ধর্ম-প্রভু জগন্নাথ, চায় না রে সে জাত-অজাত, ভক্তের অধীন সে।
যত জাত-বিচারী দুরাচারী যায় তারা সব দূর হয়ে।।
জাত না গেলে পাই নে হরি, কি ছার জাতের গৌরব করি ছুঁসনে বলিয়ে।
লালন কয়, জাত হাতে পেলে পুড়াতাম আগুন দিয়ে।।