একাদশী ব্রত করি নন্দীশ্বর অধিকারী
সিনাইতে যমুনার জলে।
বরুণের চর ছিল ধরিয়া লইয়া গেল
না দেখিয়া কান্দয়ে গোয়ালে।।
হরি হরি কান্দনা উঠিল গোপপুরে।
শুনিয়া ধাইল কানু বাজাইয়া শিঙ্গ বেণু
প্রবেশিল বরুণ নগরে।।
দেখি জল অধিপতি অষ্টাঙ্গে পড়িয়া ক্ষিতি
দণ্ডবৎ নানা স্তুতি করে।
অবোধ আমার দূতে আনিল তোমার তাতে
হেন অপরাধ ক্ষেম মোরে।।
নন্দ ঘোষ লঞা হরি আইলা গোকুল পুরি
গোপ গোপী অধিক উল্লাসে।
রাধাদাস কহে কানু বরুণ পূজিল জনু
কহে নন্দ সভাকার পাশে।।