একে কুলবতী চিতের আরতি
বিধিবিড়ম্বিত কাজে।
শ্যাম সুনাগর- পিরীতিকন্টক
ফুটিল হিয়ার মাঝে।।
শুন শুন সই মর্ম তোরে কই
পড়িলুঁ বিষম ফাঁদে।
অমূল্য রতন বেড়ি ফণিগণ
দেখিয়া পরাণ কান্দে।।ধ্রু।।
গুরু গরবিত বোলে অবিরত
এ বড়ি বিষম বাধা।
এ কুল ও কুল দু কুল চাহিতে
সংশয় পড়ল রাধা।।
ছাড়িলে ছাড়ান না ধায় সে লোক
পরাণ অধিক বড়।
জ্ঞানদাস কহে এমন সম্পদ
কাহার ডরে বা এড়।।