একে বিরহানল সহজে দুরন্ত।
দোসর ভেল তাহে সময় বসন্ত।।
মাধব কহলুঁ তুয়া পায় লাগি।
সো অব জীবই বহু পুন-ভাগী।।ধ্রু।।
কিয়ে ঘর বাহির নাহিক সংবিৎ।
যত উপচার ততহিঁ বিপরীত।।
হিমকর হেরি হুতাশন ভান।
ঘরে পৈঠে ভয়ে মুদিত নয়ান।।
কোকিল কলরবে কুলিশ গেয়ান।
হরি হরি বলি ততহিঁ মূরছান।।
গরল গরল কিয়ে মলয়জ ভাস।
কি কহব অব ঘনশ্যামর দাস।।