একে হাম অবলা তাহে কুলবতী বালা
ঝুরি ঝুরি খীণ ভেল চীত।
বিরহ-বিয়াধি অন্তরে আসি উপজল
শমন-সমান তছু রীত।।
কহ সখি কি করি উপায়।
মোরে পরিহরি শ্যাম মথুরা রহল গিয়া
দুখে হিয়া বিদরিতে চায়।।ধ্রু।।
কানুর লাগিয়া চিত সদাই বিকল মোর
নিবারিব কেমন করিয়া।
বিধাতা কতেক দুখ কপালে লিখিল মোর
সভে মিলি দেখহ চিরিয়া।।
ইহা বলি সুন্দরি আনমিখ লোচনে
ঝর ঝর লোর বহি যায়।
নিমানন্দ দাস হেরি তহি কাতর
সখীগণ করে হায় হায়।।