এক পরে আছইতে আন ভেল রীত।
তনু মন জীবন এক পিরীতি।।
কষিল কনক ভেল আন স্বভাব।
আছএ আলাপ দেখই নাহি পাব।।
এ সখি এ সখি কি বলিব আন।
ধিক্ ধিক্ কহইতে আছএ পরাণ।।ধ্রু।।
অনিমিখ নয়নে রহত মঝু আগে।
অব দূর দরশনে বহু পুণভাগে।।
সেবলুঁ সুরতরু ফল দূরে গেল।
হাতক রতন কোন্ হরি নেল।।
সায়র নিকট কয়ল যব বাস।
তবহুঁ না টুটল গুরুয়া পিয়াস।।
চূত না মঞ্জরু সময় বসন্ত।
জ্ঞানদাস কহ কিয়ে পরিযন্ত।।