এতদিনে বুঝলুঁ তুয়া হৃদয় নিঠুর।
রাই উপেখি আয়লি এত দূর।।
অব তুহুঁ একলি রহসি বন মাঝ।
তোহে নাহি সম্ভবে এমন অকাজ।।
সময় উচিত করিয়ে যদি মান।
আঁচরে ঝাঁপিয়ে আপন বয়ান।।
একক্ষণ শুতিয়ে চিত সমাধি।
সাধিয়ে বাদ তঁহি ঝাঁখয়ে উপাধি।।
অনুগত তুয়া বিনু না বোলয়ে আন।
করে ধরি বলে দূতী করহ পয়ান।।
রতিপতি দাস করয়ে পরণাম।
দূতী নহো ইহো দুঁহুক পরাণ।।